মেধাবী ছেলেকে বাঁচাতে নিঃস্ব বাবার আবেদন

মো. মামুনুর রশিদ
মো. মামুনুর রশিদ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র মো. মামুনুর রশিদ (২৫)। তিন বছর ধরে তিনি হাড়ের জায়ান্ট সেল টিউমার রোগে আক্রান্ত। দরিদ্র বাবা শেষ সম্বলটুকু দিয়ে তিন বছর ধরে সন্তানকে বাঁচানোর চেষ্টা করছেন। তবে এখনো তাঁকে সুস্থ করতে পারেননি।

ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামে মামুনুরদের বাড়ি। তাঁর বাবার নাম শাহ আলম প্রামাণিক। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছেন।

মামুনুরের বন্ধু ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভালো ফল করায় বাবা শাহ আলম প্রামাণিক আর্থিক অনটন সত্ত্বেও মামুনের লেখাপড়া চালিয়ে নিচ্ছিলেন। ছেলেকে যোগ্য মানুষ করার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন। এর মধ্যে তিন বছর আগে মামুন জায়ান্ট সেল টিউমার রোগে আক্রান্ত হন। দেশে চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে ছয় মাস আগে তাঁকে ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে। এখন জরুরি অস্ত্রোপচারের জন্য ১০ লাখ টাকা প্রয়োজন।

বাবা শাহ আলম প্রামাণিক বলেন, তিনি জায়গাজমি বিক্রি করে সন্তানের চিকিৎসার খরচ চালিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বন্ধুরাও সাধ্যমতো সহযোগিতা করেছেন। এখন ছেলেকে বাঁচাতে অস্ত্রোপচারের টাকা জোগাড় করতে পারছেন না। এই পরিস্থিতিতে তিনি ছেলেকে বাঁচাতে সবার কাছ থেকে সহযোগিতা আশা করছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা: মো. মামুনুর রশিদ, সোনালী ব্যাংক, বনওয়ারি নগর, ফরিদপুর শাখা। হিসাব নম্বর: ৪১০৪৬০১০২১৯৬০। বিকাশ নম্বর: ০১৭২২-৭০৭১৩৬