লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ট্রলার ও স্পিডবোটের সংঘর্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-রাজস্ব) মো. শাহিদুল ইসলামসহ ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে এডিসিসহ তিনজন সরকারি কর্মকর্তা স্পিডবোটের এবং অপর তিনজন ট্রলারের যাত্রী। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার বিকেলে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
আহত অপর দুই সরকারি কর্মকর্তা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মামুনুর রশিদ ও এনডিসি মো. রাজিব হোসেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে রাতেই জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম হাসপাতালে তাঁদের দেখতে যান।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ড্রেজিংয়ের কাজ উদ্বোধন করার কথা রয়েছে। এ উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম দেখতে গতকাল বিকেলে এডিসি শাহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরিদর্শন শেষে স্পিডবোটে করে ফেরার পথে মজুচৌধুরীর হাট এলাকায় ট্রলারের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
সদরের ইউএনও এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে আহত সরকারি কর্মকর্তারা সবাই ভালো আছেন। এ ঘটনায় ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আবদুল সালাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।