বালতিতে গরম পানি রেখে আড়াই বছরের মেয়ে রোকাইয়া মাসুমকে গোসল করানোর প্রস্তুতি নিচ্ছিলেন মা। অসাবধানতায় হাতের ধাক্কায় হঠাৎ পড়ে যায় সেই বালতি। বালতির ধাক্কা খেয়ে রোকাইয়া মেঝেতে পড়ে যায়। তখন বালতির গরম পানি পড়ে শিশুটির পুরো শরীর ঝলসে যেতে থাকে। সেই থেকে পাঁচ দিন ঝলসে যাওয়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে গতকাল বুধবার সে মারা যায়।
গত শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার ঈদগাঁও এলাকার একটি ভাড়া বাসায় ওই দুর্ঘটনা ঘটে। গতকাল রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশু রোকাইয়া মারা যায়।
রোকাইয়া রাউজান দারুচ্ছালাম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু দারদা মাসুমের মেয়ে। পরিবারের সঙ্গে রোকাইয়া হাটহাজারীতে থাকত। আজ বৃহস্পতিবার সকালে রাউজান পৌর এলাকার বাড়িতে শিশুটির দাফন সম্পন্ন হয়।
রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ জানে আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি শীতকালে গরম পানির ব্যবহার বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান।