মুন্সিগঞ্জ সদর, লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭০৩।
আজ শনিবার বিকেলে সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, ২৮ ও ২৯ মে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে ১৮৪ জনের ফল এসেছে। সেখানে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সদরে ৩৯ জন, সিরাজদিখানে ১, লৌহজংয়ে ১ ও শ্রীনগরে ৩ জন রয়েছেন।
সিভিল সার্জন বলেন, পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ব্যক্তি উদ্যোগে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারলে সংক্রমণ রোধ করা সম্ভব। জেলার সর্বত্রই করোনা ছড়িয়ে পড়েছে। এ সময় মাস্ক ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। সব ধরনের ভিড় এড়িয়ে চলতে হবে। তা ছাড়া মুন্সিগঞ্জের পার্শ্ববর্তী জেলা ঢাকা ও নারায়ণগঞ্জ হওয়ায় দ্রুত এই জেলায় করোনার সংক্রমণ বেড়ে চলেছে। তবে আশার কথা হচ্ছে, যাঁরা আগে আক্রান্ত হয়েছিলেন, তাঁরা সুস্থ হয়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন। অন্যদের অবস্থাও ভালো।