মুন্সিগঞ্জ সদরের একটি কবরস্থান থেকে বালতিভর্তি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে এসব ককটেল উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল রোববার রাতে একই এলাকার দেলু মিয়া নামের এক হত্যা মামলার আসামির বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১৫টি ককটেল জব্দ করেছিল পুলিশ।
সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, মোল্লাকান্দি নতুন আমঘাটা কবরস্থান থেকে বালতিভর্তি ককটেল উদ্ধার করা হয়েছে। বালতিতে ৮-১০টি ককটেল থাকতে পারে। এগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।
আজ সোমবার বিকেল পাঁচটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে এসব ককটেল উদ্ধার করে পুলিশ।
আলু বহনকারী ট্রলি চালানোকে কেন্দ্র করে বিরোধে মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় ককটেল হামলায় গত শনিবার ওই এলাকার ট্রলিচালক জালাল ব্যাপারী (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি সদর উপজেলার নতুন আমঘাটা গ্রামের গনি ব্যাপারীর ছেলে। এরপর ওই ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুই দিনে এসব ককটেল উদ্ধার করল।