মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্টিল গার্ডারের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে কারখানা নির্মাণের কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মডার্ন সিনটেক্স নামের একটি কারখানা নির্মাণের কাজ করার সময় স্টিল গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে ওই শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম মো. রাসেল ইসলাম (২৫)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাহাদিপুর ইউনিয়নের গারানাটা গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে। রাসেল ইসলাম কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠান আইমার ইঞ্জিনিয়ারিংয়ের শ্রমিক ছিলেন।

রাসেলের সহকর্মী ও ভগ্নিপতি মো. মোতালেব শেখ বলেন, ‘প্রতিদিনের মতো আমরা আজ সকালেও কারখানার স্টিল গার্ডার জোড়া দেওয়ার কাজ করছিলাম। এ সময় হঠাৎ একটি গার্ডার বিচ্ছিন্ন হয়ে রাসেলের গায়ে ধাক্কা লাগে। তখন রাসেল নিচে পড়ে গেলে আরেকটি গার্ডারের সঙ্গে মাথায় ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে আমরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

মডার্ন সিনটেক্স কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠান আইমার ইঞ্জিনিয়ারিংয়ের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সব রকম নিরাপত্তা সরঞ্জাম নিয়েই রাসেল কাজ করছিলেন। তবে কাজ করার সময় দুর্ঘটনাবশত রাসেলের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়াসহ সব কাজে রাসেলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিচৎসক তাজমীর মাহমুদ প্রথম আলোকে বলেন, অর্থনৈতিক অঞ্চল থেকে এক নির্মাণশ্রমিককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এখানে আনার আগেই পথে তাঁর মৃত্যু হয়েছে। ভারী কোনো কিছুর আঘাতে ওই শ্রমিকের ঘাড় ও মুখ থেঁতলে গেছে।

জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. আবুল খায়ের বলেন, নিহত ওই শ্রমিকের লাশ পুলিশের হেফাজতে আছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।