চট্টগ্রামের মিরসরাই উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মমিনুল ইসলাম (৬৫) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাপাহাড় বিশ্বরোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাজমীর মাহমুদ প্রথম আলোকে বলেন, বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। তাঁর লাশ নিয়ে আসা লোকজন জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে সোনাপাহাড় এলাকায় একটি বাসের ধাক্কায় তিনি মারা গেছেন। নিহত ব্যক্তির মাথা ও মুখের কিছুর অংশ থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘সোনাপাহাড় এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকামুখী লেনে তিসা প্লাস নামের একটি বাসের ধাক্কায় মমিনুল ইসলাম নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ধাক্কা দেওয়া গাড়ি জব্দের পাশাপাশি চালককে আটক করে হেফাজতে রেখেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’