মাদারীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৯৫১। শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ১৪ জনই মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা। এতে একজন স্বাস্থ্য সহকারী রয়েছেন। এ নিয়ে সদর উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৫২। যা জেলার মধ্যে সর্বোচ্চ। রাজৈর উপজেলায় নতুন করে ৫ জনসহ মোট শনাক্ত হয়েছেন ২৮৩ জন। কালকিনি উপজেলায় এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও তিনজন কোভিডে আক্রান্ত হয়েছেন। কালকিনিতে বর্তমানে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা ১৭১। শিবচর উপজেলায় এক স্বাস্থ্যকর্মীসহ তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৫।
মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, ‘জেলায় করোনায় সংক্রমিত হওয়া ব্যক্তির সংখ্যা সাড়ে নয় শ ছাড়ালেও সুস্থ হওয়ার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৩ জনসহ এ পর্যন্ত ৬০৮ জন সুস্থ হয়েছেন। যাঁরা সুস্থ হচ্ছেন, তাঁরা বেশির ভাগই বাড়িতে বসে চিকিৎসাসেবা নিয়েছেন। আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা রোগীদের মুঠোফোনের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।’