মাদারীপুরে কৃষক লীগ নেতা মানিক সরদারকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে নিজেকে নির্দোষ দাবি করে আজ দুপুরে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় সংবাদ সম্মেলন করেন মানিক সরদার হত্যা মামলার প্রধান আসামি আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলন। তিনি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে রয়েছেন।
মানিক সরদারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে অংশ নেন কয়েক শ মানুষ। এ সময় বক্তারা বলেন, মানিক সরদার হত্যা মামলার এজাহারভুক্ত ১৭ আসামিই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এ হত্যা মামলায় পুলিশ মাত্র দুজনকে গ্রেপ্তার করেছে। বাকি ১৫ জন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেই বাদীকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। এ সময় মানিক সরদারের হত্যাকারীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তাঁরা।
গত ৭ ফেব্রুয়ারি খুন হন কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদার। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী সীমা খানম বাদী হয়ে কালকিনি থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পরদিন মামলার প্রধান আসামি হাফিজুর রহমানের বাড়িঘরে অগ্নিসংযোগ করেন নিহত ব্যক্তির সমর্থকেরা।
জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক বলেন, ‘মানববন্ধনের বিষয়ে আমরা কিছুই জানি না। বাদী এ বিষয় আমাদের কিছু জানাননি। মামলাটি এখন জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।’
এদিকে দুপুরে করা সংবাদ সম্মেলন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন হাফিজুর রহমান। তিনি বলেন, ‘নির্মম হত্যার শিকার মানিক আমার ভাতিজা। ইউপি নির্বাচনে মানিক আমার বিরোধিতা করলেও নির্বাচনের পর আমার কাছে ভুল স্বীকার করেছেন। এ কারণে আমার প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজের লোকজন মানিককে ডেকে নিয়ে হত্যা করে আমার দিকে দায় চাপিয়েছেন। অথচ ঘটনার পাঁচ দিন আগে থেকে আমি ঢাকায় ছিলাম। তবু ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য মামলায় প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর শাহিদ পারভেজ লোকজন নিয়ে আমার ঘরবাড়িও আগুনে জ্বালিয়ে দিয়েছেন।’
হাফিজুর রহমান আরও বলেন, ‘শাহিদ পারভেজ ভোটে কারচুপি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি এর প্রতিবাদ করায় আমাকে এলাকা ছাড়া করতেই তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা মানিক হত্যার মূল হোতাকে গ্রেপ্তার করুন। আমাকে শান্তিতে বাঁচতে দিন।’