চাঁদপুরের ফরিদগঞ্জে ধারালো দা দিয়ে মা মনোয়ারা বেগমকে (৬৫) কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে মমিন দেওয়ানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ফরিদগঞ্জ থানা–পুলিশ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে।
নিহত মনোয়ারা বেগম ফরিদগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ালী এলাকার মৃত আবুল হাশেমের স্ত্রী। এ ঘটনায় মনোয়ারা বেগমের ছেলের বিরুদ্ধে আজ বুধবার বিকেলে মনোনয়ারার ছেলে মমিনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে। মো. রহুল আমীন নামে মনোয়ারার এক আত্মীয় ওই মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আজ ভোরে পৌরসভার পশ্চিম বড়ালীর দেওয়ানবাড়িতে মৃত আবুল হাশেমের ছেলে মমিন দেওয়ান ঘুমের মধ্যে তাঁর মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি দ্রুতই ছড়িয়ে পড়লে ছবি দেখে স্থানীয় লোকজন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাটিরগাঁও এলাকা থেকে মমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনোয়ারার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, এক সন্তানের জনক মমিন ১৭ বছর আগে ২০০৩ সালে রুব্বান নামের তাঁর এক চাচাতো বোনকে হত্যা করেন। এ ঘটনায় দীর্ঘদিন কারাগারে থাকার পর তিন মাস আগে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসেন তিনি।
এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম বলেন, জেল থেকে বেরিয়ে নানা কারণে মমিন হতাশায় ভুগছিলেন।
ফরিদগঞ্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মমিন পুলিশি জিজ্ঞাসাবাদে তাঁর মাকে হত্যা করার কথা স্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।