নরসিংদীর শিবপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. মনির হোসেন (৩৫) এবং রায়পুরা উপজেলার শাহানশাহ আলম (২৮)। স্বজনদের অভিযোগ, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিবপুর উপজেলার কামারটেক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ, কয়েকজন প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি অভিযোগের তদন্তে সহযোগিতা করার জন্য মনির ও শাহানশাহ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে তাঁরা একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেক এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ দুটি উদ্ধার ও মাইক্রোবাসটি জব্দ করে।
নিহত মনির হোসেনের বাবা তোতা মিয়া অভিযোগ করেন, ‘পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁদের দুজনকে হত্যা করা হয়েছে। যে মাইক্রোবাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে, তা বারৈচা এলাকা থেকে ভাড়া করা হয়। যারা এটি ভাড়া করেছিল, তাদের খোঁজ আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধেই করা অভিযোগের তদন্তে সহযোগিতার জন্য তারা দুজন পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিল।’
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নূর হায়দার তালুকদার জানান, মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে মহাসড়কে ওভারটেক করার সময় পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগের বিষয়ে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদার জানান, ‘একটি অভিযোগের বিষয়ে তদন্তে সহযোগিতা করার জন্য আমি তাঁদের দুজনকে ডেকেছিলাম। কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ দুর্ঘটনার সঙ্গে তাঁদের প্রতিপক্ষের কোনো সম্পর্ক আছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হবে।’