চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় গাজী মুহাম্মদ সোলেমান (৪০) নামের এক ওষুধ বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার বুড়িপুকুরপাড় এলাকায় দুর্ঘটনায় তিনি আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ১২টার তাঁর মৃত্যু হয়।
নিহত সোলেমান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা মুকবুল আহম্মেদের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে চারিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বাজারের একটি ফার্মেসিতে ওষুধ বিক্রেতা হিসেবে কাজ করতেন। দুই সন্তান ও স্ত্রী তাঁর সঙ্গে থাকতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার বুড়িপুকুরপাড় এলাকার সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সোলেমান। এ সময় দ্রুতগতির মাইক্রোবাসটি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর তাঁরা মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মাইক্রোবাসচালককে আটক করা হয়েছে।