কুমিল্লা সিটি নির্বাচন

মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলেই বিএনপি থেকে অব্যাহতি চাইবেন সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদের শেষ দিনে নগর ভবনে কর্মব্যস্ততায় কাটান মনিরুল হক। আজ সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র মো. মনিরুল হক সাক্কু দ্বিতীয় মেয়াদে আজ সোমবার শেষ দিনের অফিস করেছেন। এদিন বিদায়ী মেয়রকে ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় জানান নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় মেয়র আবেগ আপ্লুত হয়ে পড়েন।

এদিকে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলেই তিনি বিএনপি থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন। ২০১২ সালের ৫ জানুয়ারি সিটি করপোরেশনের প্রথম নির্বাচনেও বিএনপি অংশ না নেওয়ায় তিনি দল থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করে জয়ী হন। ১০ বছর পর আবার একই কায়দায় তিনি নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩০ মার্চ মনিরুল হক বিএনপিদলীয় মেয়র হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন। ওই বছরের ১৭ মে তিনি দ্বিতীয়বারের মতো মেয়র পদে কাজ শুরু করেন। সোমবার (১৬ মে) তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনে যান মনিরুল হক। এদিনও তাঁকে ঘিরে ছিলেন নগর ভবনের কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীরা। মেয়র নিজ আসনে বসে বিভিন্ন ফাইলে সই করেন। দুপুরে মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দেন নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারী। এরপর মেয়র নগরের নানুয়াদিঘিরপাড় নিজ বাসায় চলে যান। বিকেলে তিনি দলীয় অনুসারীদের সঙ্গে বৈঠক করেন।

দলীয় নেতা-কর্মী ও অনুসারীদের চাপে নির্বাচন করতে হচ্ছে দাবি করে মো. মনিরুল হক প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বেলা ১১টায় মনোনয়নপত্র জমা দেবেন। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর দলের কাছে অব্যাহতি চাইবেন। কুমিল্লাবাসী তাঁদের পাশে তাঁকে চান। তাই নির্বাচন করছেন। ২০০৫ সালের ২১ সেপ্টেম্বর থেকে তিনি কুমিল্লার নগরপিতা হিসেবে দায়িত্ব পালন করছেন। সব কাজ করতে পারেননি। কিন্তু নগরবাসী খুব সহজে তাঁর কাছে এসে সেবা পেয়েছেন। নির্বাচনের মাঠে তিনি আছেন।

দায়িত্ব পেলেন প্রধান নির্বাহী কর্মকর্তা

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পেয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম। মঙ্গলবার থেকে তিনি ওই দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার থেকে দায়িত্ব নেব। মেয়র নির্বাচনের পর বিজয়ীদের গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠান হবে। এরপর নির্বাচিত মেয়র এলে তিনি দায়িত্ব পালন করবেন। আমি অল্প সময়ের জন্য এই দায়িত্বে।’
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হবে।