মদনে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

নেত্রকোনার মদনে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামি পলাশ মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে কেন্দুয়া উপজেলার ফিলিংস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল বেলা পৌনে একটার দিকে তিনি মদন পৌর শহরের বাজার এলাকায় অটোরিকশা থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যান।

পলাশ মিয়া কেন্দুয়ার কাউরাট গ্রামের রমিলন মিয়ার ছেলে। তিনি গরু চুরির মামলার আসামি।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ মিয়া গত রোববার বিকেলে মদনের খাগুরিয়া এলাকায় কৃষকের একটি গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করেন। ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি চুরির মামলা করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে পুলিশ তাঁকে নিয়ে অটোরিকশায় করে নেত্রকোনা আদালতের উদ্দেশে রওনা হয়। একপর্যায়ে তিনি অটোরিকশা থেকে লাফিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান। ১০ ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে কেন্দুয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়ায় আসামি পলাশের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। তাঁকে আজ আদালতে হাজির করা হবে।

২০১৭ সালের ৫ মে থেকে গতকাল পর্যন্ত নেত্রকোনায় পুলিশের কাছ থেকে হাতকড়া খুলে ও হাতকড়াসহ অন্তত আটজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে প্রত্যেকেই পুলিশের হাতে গ্রেপ্তার হন। আর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাময়িক প্রত্যাহার করা হয়েছিল।