নেত্রকোনার মদনে নিখোঁজের এক দিন পর সোনামণি (১২) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল পরশখিলা গ্রামের মগরা নদী থেকে তার লাশ উদ্ধার করে।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে মেয়েটি নিখোঁজ হয়। ওই শিশু পরশখিলা গ্রামের কৃষক রতন মিয়ার মেয়ে ও পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনামণি মঙ্গলবার বেলা আড়াইটার দিকে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে বাড়ির সামনে মগরা নদীতে যায়। পরে নদীতে নেমে সে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুরা বাড়ি এসে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে আজ বুধবার বেলা পৌনে দুইটার দিকে শিশুটির লাশ উদ্ধার করে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, শিশুটির লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।