চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রমণে আসা এক তরুণের চুল কেটে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার এক সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
ওই কমিটির একমাত্র সদস্য হলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় প্রথম আলোকে বলেন, ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিনগত রাতে ‘ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রমণে আসা তরুণের চুল কাটা হলো’ শিরোনামে প্রথম আলো অনলাইনে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলো।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের নির্দেশে গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে আসা এক তরুণের চুল কেটে দেওয়া হয়। ঘটনাস্থলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী একব্যক্তি মুঠোফোনে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পরে এই ঘটনায় তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।