পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বেসরকারিভাবে জয়ী হয়েছেন। আজ রোববার সকালে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার এ আসনে ভোট নেওয়া হয়। এতে ৩ লাখ ৮১ হাজার ১১২ ভোটের মধ্যে নুরুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৯০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৮ ভোট।
তবে ভোট শুরুর তিন ঘণ্টা পর গতকাল দুপুরে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি তোলেন। তিনি বলেন, এ নির্বাচন কোনো নির্বাচন নয়। তাই তাঁরা ভোটকেন্দ্রেও যাননি।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের শামসুর রহমান শরীফসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন শামসুর রহমান রেকর্ড ৩ লাখ ১২ হাজার ভোট পেয়ে জয়ী হন।
গত ২ এপ্রিল সাংসদ ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তিনিসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন শামসুর রহমান রেকর্ড ৩ লাখ ১২ হাজার ভোট পেয়ে জয়ী হন।
জানতে চাইলে আজ সকালে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বলেন, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে ভোটের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ঈশ্বরদী উপজেলার ৮৪টি ও আটঘরিয়া উপজেলার ৪৫টি কেন্দ্রে ৩ লাখ ৮১ হাজার ১১২ ভোটের মধ্যে ২ লাখ ৫০ হাজার ৬৮৪ জন ভোট দেন। এর মধ্যে ২ হাজার ৭১টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।