বিএনপির সাংসদ ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজ বলেছেন, আন্দোলনের জন্য নয়, গণতন্ত্র আর জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপি প্রস্তুত হচ্ছে। তারেক রহমানের নির্দেশ পেলেই গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে নেতা-কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন।
রোববার বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহানী বাজারে আয়োজিত গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ গোলাম মো. সিরাজ এসব কথা বলেন।
সাংসদ সিরাজ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জিয়ার আদর্শের সাহসী সৈনিক তৈরি করতে তৃণমূলে বিএনপিকে পুনর্গঠন ও দলকে সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমান, সদস্য হামিদুল হক চৌধুরী, কে এম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, শহীদুন্নবী সালাম, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক এ এইচ এম নুরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।
পরে মনোয়ার হোসেনকে সভাপতি, বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক ও আবদুল হান্নানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা দেওয়া হয়।