কিশোরগঞ্জের ভৈরবে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাও গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম বাবু মিয়া। তিনি পুরানগাও গ্রামের কালা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বাড়ির পাশের একটি জমির মালিকানা নিয়ে কালা মিয়ার সঙ্গে প্রতিবেশী মজনু মিয়ার বিরোধ চলছে। এ নিয়ে আগেও একাধিকবার উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। চেষ্টা করেও স্থানীয়ভাবে সমস্যার সমাধান করা যায়নি। একই ইস্যুতে কয়েক দিন ধরে উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় আজ সকাল সাড়ে ১০টার দিকে দুই পক্ষের লোকজন জমিতে মালিকানা প্রতিষ্ঠা করতে যায়। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
বাবা কালা মিয়ার পক্ষ হয়ে বাবু সংঘর্ষে অংশ নেন। একপর্যায়ে বাবুর শরীরে একটি টেঁটাবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই বাবুর মৃত্যু হয়। উভয় পক্ষের আহত ব্যক্তিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।
সংঘর্ষে খবর জানার পর ঘটনাস্থলে যান ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিক। তিনি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সকালে কালা মিয়া ও মজনু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাবু আক্রান্ত হন এবং মারা যান।