রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধ দম্পতি। হঠাৎ ঝড়-তুফান শুরু হলে ভেঙে পড়ে এলাকায় থাকা এক ভিমরুলের চাক। ঘরে ঢুকে সেগুলো তাঁদের কামড়াতে শুরু করে। চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে। তবে বিষক্রিয়ায় প্রাণ হারিয়েছেন ওই দম্পতি।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আজিমনগর গ্রামে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন আবুল মিয়া (৭০) ও তাঁর স্ত্রী ফজুতন বিবি (৬০)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনকার মতো বৃদ্ধ দম্পতি গতকাল রাতে ঘরে ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ ওই এলাকায় ঝড়-তুফান শুরু হয়। এ সময় আবুল মিয়ার ঘরের পাশে একটি গাছে থাকা ভিমরুলের চাক ভেঙে পড়ে। এ সময় ভিমরুলগুলো ঝাঁকে ঝাঁকে জানালা দিয়ে তাঁদের ঘরে ঢুকে যায় এবং তাঁদের কামড়াতে শুরু করে।
এ সময় চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই আবুল মিয়া প্রাণ হারান। আজ শনিবার সকাল সাতটায় প্রাণ হারান তাঁর স্ত্রী ফজুতন বিবি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মো. ইকবাল হোসেন বলেন, একসঙ্গে অনেক ভিমরুল কামড়ানোর কারণে বয়স্ক দম্পতির শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে দ্রুত। এ ধরনের সমস্যার রোগীদের সাধারণত নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রয়োজন পড়ে। তাঁদের এখানে সে ব্যবস্থা নেই। তাঁরা উন্নত চিকিৎসার জন্য আহত ব্যক্তিদের হবিগঞ্জে স্থানান্তর করতে বলেন। কিন্তু অন্যত্র তাঁরা যেতে চাননি। পরে তাঁদের মৃত্যু হয়। বিষয়টি তাঁরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, এটা মর্মান্তিক ঘটনা। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।