কক্সবাজারের শিবির থেকে এক লাখের বেশি রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রোহিঙ্গাদের জন্য ভাসানচর হবে ‘কারাগারতুল্য’। গতকাল শুক্রবার এইচআরডব্লিউ তাদের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করেছে।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি উল্লেখ করেছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য নির্মাণ করা অবকাঠামো দেখাতে বাংলাদেশ সরকার কিছু কূটনীতিক ও অন্য বিদেশি কর্মকর্তাদের সেখানে নিয়ে যায়। কিন্তু গত জানুয়ারি মাসে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি ভাসানচর পরিদর্শন করে এসে বলেছেন, তাঁর কাছে বেশ কিছু বিষয় অস্পষ্ট রয়ে গেছে। এর মধ্যে অন্যতম হলো ভাসানচর প্রকৃতই বসবাসযোগ্য হবে কি না, সেই বিষয়টি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ভাসানচরের কাছাকাছি থাকা হাতিয়ার কিছু বাসিন্দা বলেছেন, এটি বসবাসযোগ্য নয়। কেননা, প্রতি বর্ষা মৌসুমে এই চরের অংশবিশেষ ক্ষয়ে যায়। তাঁদের একজন এইচআরডব্লিউকে বলেছেন, ‘ওই সময় আমরাও সেখানে যাওয়ার সাহস পাই না। তাহলে হাজার হাজার রোহিঙ্গা সেখানে কীভাবে থাকবে?’