ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই জেলায় এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত জেলায় ৯১৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ৩৩ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৩০২ জনের মধ্যে সদরে সর্বোচ্চ ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া কসবায় ১৩ জন, সরাইলে ৬০, আখাউড়ায় ৮, আশুগঞ্জে ২৭, নাসিরনগরে ৫০, বিজয়নগরে ৯, নবীনগরে ৫ ও বাঞ্ছারামপুরে ৩৫ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৯১১। এ পর্যন্ত জেলায় ৯০ জনের করোনায় মৃত্যু হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ৩৬ জন চিকিৎসাধীন। এ ছাড়া বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আরও ২ হাজার ২২৭ জন।
এদিকে জেলায় কঠোর বিধিনিষেধ চললেও মানুষ নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে। আজ দুপুরে শহরের কাউতলী থেকে কুমারশীল মোড় পর্যন্ত ঘুরে দেখা গেছে, রিকশা, ইজিবাইক ও অটোরিকশায় মানুষ অবাধে যাতায়াত করছে। দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় মানুষের চলাচল ছিল চোখে পড়ার মতো।
যদিও কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা শহরসহ বিভিন্ন উপজেলাতেও পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। এদিকে গতকাল পর্যন্ত স্থানীয় প্রশাসন বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারাসমূহ লঙ্ঘনের অপরাধে ২০৭ জনকে ৮৮ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় জুলাই মাসে সংক্রমণ বেড়েছে। উপজেলাগুলোতেও করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। মানুষকে আরও সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে ও সচেতন নাহলে সংক্রমণ আরও বাড়বে। অন্তত নিজেকে ও নিজ পরিবারকে নিরাপদ রাখতে চাইলে স্বাস্থ্যবিধি মানতেই হবে। এর কোনো বিকল্প নেই।