বিষপানে দুই কৃষকের মৃত্যু

সেচের পানি নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে সেচের পানি না পেয়ে সাঁওতাল দুই কৃষকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সামনে
ছবি : প্রথম আলো

রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পেয়ে দুই সাঁওতাল কৃষকের বিষপানে মৃত্যুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি থেকে বরেন্দ্র অঞ্চলে প্রত্যেক কৃষকের বোরো ধানের জমিতে সেচের পানি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির, সহসভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলি, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সহসাধারণ সম্পাদক আবিদ হোসেন প্রমুখ। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য রাগিব আহসান, জেলার সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, কেন্দ্রীয় সদস্য জহির রায়হান চন্দন প্রমুখ।

বক্তারা বলেন, রাজশাহীর এই অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কৃষকদের দিনের পর দিন অবহেলা করা হচ্ছে। তাঁরা ঠিকমতো পানি পাননি। অতিকষ্টে তাঁদের ফসল ফলাতে হয়। এই দুই কৃষকের সঙ্গে এমন আচরণ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটাকে ‘আত্মহত্যা’ নাম দেওয়া হয়েছে। এটা আসলে আত্মহত্যা নয়, এটা হত্যাকাণ্ড। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার করতে হবে। বরেন্দ্র অঞ্চলে সেচের পানি পেতে হয়রানি, অব্যবস্থাপনা ও দলীয়করণ বন্ধ এবং বিএডিসির মাধ্যমে নির্ধারিত দামে বীজ, সার, কীটনাশক ও পানি দেওয়ারও দাবি জানান তাঁরা।

গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘটু গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ মারানডি (৩৭) ও তাঁর চাচাতো ভাই রবি মারানডি (২৭) বিষপান করেন।

এদিকে আজ দুপুরে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ চেয়ে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেনকে স্মারকলিপি দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। স্মারকলিপিতে ওসির দ্রুত অপসারণের দাবি করা হয়। এ ছাড়া থানা ও পুলিশ ফাঁড়িতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অভিযোগ গ্রহণে হয়রানি বন্ধ এবং তাঁদের ওপর বিভিন্ন সময় দেওয়া মাদকের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক প্রামাণিক, জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, নগর সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল মতিন, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গর্নেস মার্ডি, জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, যুবমৈত্রীর জেলা সভাপতি মনিরুদ্দিন পান্না, আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের নগর সভাপতি নকুল পাহান, আদিবাসী নেতা বিভূতিভূষণ মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘটু গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ মারানডি (৩৭) ও তাঁর চাচাতো ভাই রবি মারানডি (২৭) বিষপান করেন। অভিনাথ সেদিনই মারা যান। রবি মারা যান ২৫ মার্চ। পরিবারের দাবি, নলকূপের অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত ওই দুই কৃষককে বোরো ধানের জমিতে পানি না দিয়ে হয়রানি করেছেন। এর প্রতিবাদে অভিনাথ ও রবি বিষপানে আত্মহত্যা করেন।

এ নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে থানায় দুটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়। গত শনিবার দিবাগত রাতে পুলিশ সাখাওয়াতকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হয়। সেদিন আদালত সাখাওয়াতকে কারাগারে পাঠান।

এদিকে ঘটনা তদন্তে গঠিত কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি পানি বণ্টনে সাখাওয়াতের নানা অনিয়ম পেয়েছে। মন্ত্রণালয়ে এ প্রতিবেদন দাখিলও হয়েছে। গভীর নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পৃথক তদন্তেও সাখাওয়াতের অনিয়ম বেরিয়ে এসেছে। গ্রেপ্তারের পর রোববার সাখাওয়াতের নিয়োগ বাতিল করেছে বিএমডিএ।