টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জেলার একমাত্র নারী মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত সালমা আক্তার শিমুল। তিনি পেয়েছেন ১২ হাজার ৪৭৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মো. শফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মির্জাপুর পৌরসভা নির্বাচনের ভোটার সংখ্যা ২২ হাজার ৩৪৯ জন। নয়টি ওয়ার্ডের ১০ কেন্দ্রে ১৫ হজার ৯০৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোট পড়েছে শতকরা ৭১ দশমিক ১৬ শতাংশ।
গত বছরের ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদৎ হোসেন মারা গেলে মেয়র পদটি শূন্য হয়। একই বছর ২২ অক্টোবর উপনির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে তাঁর স্ত্রী সালমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।
নবনির্বাচিত পৌর মেয়র সালমা আক্তার বলেন, তাঁর স্বামী মির্জাপুর পৌরসভার প্রয়াত মেয়র মো. শাহাদৎ হোসেনের রেখে যাওয়া কাজগুলো বাস্তবায়ন করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ জন্য তিনি পৌরবাসীর সহায়তা কামনা করেন।