লালমোহনে ইউপি নির্বাচন

‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় চার নেতাকে আ.লীগ থেকে বহিষ্কার

ভোলা
ভোলা

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ও কালমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন ও সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও রমামগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার রাব্বি (মোটরসাইকেল প্রতীক), একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন (আনারস প্রতীক), রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোসলেহ উদ্দিন (ঘোড়া প্রতীক) এবং কালমা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. জাকির হোসেন (মোটরসাইকেল প্রতীক)।

রমাগঞ্জ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) মো. গোলাম মোস্তফা এবং কালমা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আকতার হোসেন হাওলাদার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭-এর ১১ ধারা অনুযায়ী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রার্থী হলে তিনি দল থেকে সরাসরি বহিষ্কার হবেন। সে অনুযায়ী ২৩ মে লালমোহন উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক কার্যকরি সভা হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের নেতারা দলীয় প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায় চার প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার বলেন, এর আগে ওই চার নেতাকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এজন্য তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফখরুল আলম হাওলাদার আরও বলেন, নির্বাচনে সংগঠনের কোনো নেতা বহিষ্কৃত চার নেতার পক্ষে প্রচার-প্রচারণা বা সাংগঠনিক কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তাহলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।