সিঙ্গাইরে ইউপি নির্বাচন

বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই, আ.লীগের প্রার্থীর ছেলে গ্রেপ্তার

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’মোহাম্মদ ওবায়দুর রহমানকে (৪৩) মারধর করে মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল মাজেদ খানের ছেলে ফয়েজুল ইসলাম খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মাজেদ খান আসন্ন উপজেলার বলধারা ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পান। এদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান নিজেকে চেয়ারম্যান পদে ‘স্বতন্ত্র প্রার্থী’ ঘোষণা দেন। তাঁর মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওবায়দুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি মনোনয়নপত্র জমা দিতে যান। নির্বাচন অফিসের সামনে আসার পরই আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাজেদ খানের ছেলে ফয়েজুল ইসলাম এবং তাঁর সহযোগী মোস্তাফিজুর রহমান (৩০), জিয়াউর রহমানসহ (৪০) অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন ওবায়দুরকে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেন। এ নিয়ে ওবায়দুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ফয়েজুলকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিকেলে ওবায়দুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে ফয়েজুলকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে রাতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাজেদ খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য, ১১ নভেম্বর উপজেলার ১১টি ইউপিতে নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর।