কালীগঞ্জের তুষভান্ডার ইউপি নির্বাচন

বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটিতে চিঠি

ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে কাজ করায় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটিতে চিঠি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বুধবার এ চিঠি দেওয়া হয়েছে।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২৮ নভেম্বর কালীগঞ্জের তুষভান্ডার ইউপিসহ উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন হবে।

তুষভান্ডার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নুর ইসলাম আহমেদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে তুষভান্ডার ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সাজেদা বেগমের পক্ষে নির্বাচন করছেন মন্ত্রীর ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

উল্লেখ্য, মাহবুবুজ্জামান আহমেদের স্ত্রী সাজেদা বেগম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে তুষভান্ডার ইউপিতে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মাহবুবুজ্জামান লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই। মাহবুবুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, এর আগেরবারও তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। তিনি এর আগে তুষভান্ডার ইউপির চেয়ারম্যান ছিলেন।

সাজেদা বেগম কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাক্ষরিত ১৭ নভেম্বরের চিঠিতে তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।