সিলেটে বিদ্যুৎ সরবরাহ চালু রেখে সঞ্চালন লাইন মেরামতের কাজ করতে গিয়ে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত বিদ্যুৎশ্রমিকের নাম সুজন (৩৫)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন।
সুজন বিদ্যুৎ-লাইনের সংস্কারকাজের নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম মণ্ডলের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
পিডিবি সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ চালু রেখে সংস্কারকাজ শুরু করেছিল। এতে ওই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়ম ছিল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে মেরামতকাজ করা। তাঁরা মেরামত শুরু করার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ব্যাপারে কিছু জানায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ-শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’