ফেনীর সোনাগাজী উপজেলায় বিদেশগামী ১০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩১৮। তাঁরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আজ শনিবার স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল শুক্রবার রাতে পাওয়া প্রতিবেদনে ওই ১০ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, উপজেলায় সংক্রমণ ও মৃত্যুর হার অনেকাংশে কমে যাওয়ার পর হঠাৎ আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। মার্চ মাসে উপজেলায় ২২ জনের করোনা শনাক্ত হয়। গত দুই দিনে সংগ্রহ করা ১০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনই করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে সবাই বিদেশগামী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, এ পর্যন্ত উপজেলায় ১ হাজার ১৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩১৮ জনের করোনা পজিটিভ এসেছে। এখন পর্যন্ত উপজেলায় করোনা সংক্রমিত হয়ে এক নারীসহ ১১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২৮০ জন। হোম আইসোলেশনে আছেন ২৭ জন।