মেয়েটি কিশোরী, বয়স ১৬ বছর। পড়ছে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে। ২৩ বছর বয়সী মো. রকি আলীর সঙ্গে দুই পরিবারের অভিভাবকেরা মিলে তার বিয়ে ঠিক করেছিলেন। ১৮ বছরের আগে যে মেয়ের বিয়ে দেওয়া যায় না, জানা ছিল দুই পরিবারেরই। এরপরও চলছিল বাল্যবিবাহের আয়োজন। আইন ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে বিয়ের আয়োজন কনের বাড়ি থেকে সরিয়ে করা হয়েছিল ফুফুর বাড়িতে। বিয়ে পড়ানোর জন্য কাজি নিয়ে আসা হয়েছিল মধ্যরাতে। কিন্তু এরপরও শেষরক্ষা হয়নি।
বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ওই বিয়ে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। বর ও কাজিকে দেন কারাদণ্ড। গতকাল শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানকে বাল্যবিবাহের আয়োজনের কথা জানান। পুলিশের পক্ষ থেকে রাতেই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমানকে বিষয়টি জানানো হয়। এ খবর পেয়ে মেয়ের ফুফুর বাড়িতে উপপরিদর্শক (এসআই) নিতীশ কুমারসহ সদর থানা-পুলিশের একটি বিশেষ দলকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান ইউএনও। নববধূকে নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও ওই রাতে বর রকি আলীকে যেতে হয়েছে কারাগারে।
প্রশাসনের চোখ ফাঁকি দিতে বিয়ের আয়োজন কনের বাড়ি থেকে সরিয়ে করা হয়েছিল ফুফুর বাড়িতে। বিয়ে পড়ানোর জন্য কাজি নিয়ে আসা হয়েছিল মধ্যরাতে। কিন্তু এরপরও শেষরক্ষা হয়নি।
বাল্যবিবাহ করতে আসার অপরাধে পিরোজখালী গ্রামের আইনাল হকের ছেলে মো. রকি আলীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান। সেই সঙ্গে বাল্যবিবাহ পড়াতে আসা নিকাহ নিবন্ধক (কাজি) মো. জাহিদুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ সময় মেয়ের বাবা মুচলেকা দিয়ে সাজার হাত থেকে কোনোরকমে রক্ষা পেয়েছেন। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত পেশকার মো. সোবহান আলী জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নে ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি। নিজ বাড়িতে বাল্যবিবাহ দিলে ঝামেলা হবে এমন আশঙ্কায় সদর উপজেলার পিরোজখালী গ্রামে মেয়েটির ফুফুর বাড়িতে গতকাল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চলে বিয়ের আয়োজন।
সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান প্রথম আলোকে জানান, দণ্ডিত ব্যক্তিদের রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।