কক্সবাজারের চকরিয়ায় বালুচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বগাচত্বর এলাকায় একটি গর্তে নেমে বালু উত্তোলন করার সময় ওই শ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় নারী ইউপি সদস্য নুর নেওয়াজ বেগম ও তাঁর ছেলে জমির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন।
নিহত ওই শ্রমিকের নাম আলী হোসেন (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়া পাড়ার বশির আহমদের ছেলে। তবে আলী হোসেন ডুলাহাজারা এলাকায় শ্বশুরবাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নারী ইউপি সদস্য নুর নেওয়াজ বেগমের একটি চক্র শ্রমিক ভাড়া করে ড্রেজার মেশিন বসিয়ে বগাচত্বর এলাকায় পাহাড়ি ছড়ার পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ছড়ায় বেশ কয়েকটি বড় আকারের গর্তের সৃষ্টি হয়। গতকাল বিকেল পাঁচটার দিকে আলী হোসেন এমন একটি গর্তে নেমে বালু উত্তোলন করার সময় বালুর স্তূপের নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন আলী হোসেনের লাশ উদ্ধার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি বলেন, বালুচাপা পড়ে শ্রমিক মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে। নিহতের স্ত্রী সেলিনা আকতার বাদী হয়ে স্থানীয় নারী ইউপি সদস্য ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় আরও পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। এজাহারভুক্ত আসামিদের ধরতে পুলিশ চেষ্টা করছে।