বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে বাস ও ট্রাকের দুই চালক এবং আয়ান শেখ নামের দশ মাস বয়সী এক শিশু রয়েছে বলে জানা গেছে। তবে নিহত বাস–ট্রাকচালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আয়ান শেখ টাঙ্গাইলের মাসুদ শেখের ছেলে। দুর্ঘটনায় শিশুটির সঙ্গে থাকা তার মা–বাবা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, কমফোর্ড লাইন নামের যাত্রীবাহী বাসটি বাগেরহাট-মাওয়া মহাসড়ক ধরে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, ‘দুর্ঘটনায় আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গাড়ির সামনের অংশে দুই চালকই আটকে যান। ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা গেছেন। এ ছাড়া গুরুতর আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশের মোল্লাহাট ক্যাম্পের পরিদর্শক শেখ আবুল হাসান বলেন, ‘আমরা আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করেছি। সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’