বাগমারায় ব্যবসায়ীর গুদামে মিলল ২০ হাজার লিটার তেল

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে তেল মজুতের দায়ে আটক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে স্বপন
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাগমারা উপজেলায় এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৯ হাজার ৪০০ লিটার সয়াবিন ও ১ হাজার ২০ লিটার সরিষার তেল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাহেরপুর বাজারের শহিদুল ইসলাম ওরফে স্বপন (৪৫) ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক শহিদুল উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তাহেরপুর বাজারে তেলের ব্যবসা করেন।

পুলিশ জানায়, আজ রাতে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও ইফতেখায়ের আলম সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে তাহেরপুর বাজারের ব্যবসায়ী শহিদুলের গুদামঘরের সামনে অবস্থান নেন। গুদামে বিপুল পরিমাণ তেল মজুত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে তাঁরা সেখানে অভিযান চালান। এ সময় গুদামের ভেতরে বড় বড় ড্রামে তেল দেখতে পান পুলিশ সদস্যরা। পরে ওই ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ১৯ হাজার ৪০০ লিটার সয়াবিন ও ১ হাজার ২০ লিটার সরিষার তেল উদ্ধার করেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া তেলের দাম প্রায় ৫০ লাখ টাকা। ব্যবসায়ী শহিদুলের নিজস্ব সরিষার তেলের কারখানা আছে। কারখানার আড়ালে তিনি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিলেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হবে।