ইউপি নির্বাচন

বাউফলে ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ, দুই প্রার্থীর ভোট বর্জন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের নল দোয়ানি পাংগাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে
ছবি: শংকর দাস

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ সোমবার সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা। এ ছাড়া দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রাসমোহন দাস (৪২) ও মো. রাব্বি (৩২) নামের দুজনকে আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, দুজনের শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। এর মধ্যে রাব্বির অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে চশমা প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন ওরফে লাভলুর ২০-২৫ জন কর্মী-সমর্থক কাফনের কাপড় পরে ওই কেন্দ্র যান। এ সময় নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী সালেহ উদ্দিন ওরফে পিকুর কর্মী-সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। চার থেকে পাঁচটি গুলিও ছোড়া হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রিয়াজুল হক বলেন, কেন্দ্রে মারামারি হয়েছে। এ কারণে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল। তবে গুলি ছোড়ার বিষয়টি তাঁর জানা নেই।

এদিকে কনকদিয়া ইউনিয়নের হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও নারায়ণ পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি চেয়ারম্যান পদের ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

স্বতন্ত্র দুই প্রার্থীর ভোট বর্জন

ভোটকেন্দ্র থেকে এজেন্ট তাড়িয়ে দেওয়া ও গোপনে নৌকা মার্কায় সিল মারার অভিযোগ তুলে বাউফল উপজেলার করটিয়া ইউনিয়নের দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। স্বতন্ত্র দুই প্রার্থী হলেন শফিকুল ইসলাম (অটোরিকশা) ও মিজানুর রহমান ওরফে হিরণ (চশমা)। দুই প্রার্থী মুঠোফোনে প্রথম আলোকে ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেন। সেখানে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ শাহিন হাওলাদার।