মির্জাপুরে কৃষিমন্ত্রী

বাংলাদেশে জাতীয় সরকার গঠনের পরিবেশ সৃষ্টি হয়নি

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী। আজ দুপুরে মির্জাপুর সরকারি কলেজ মাঠে
ছবি: প্রথম আলো

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে এখনো জাতীয় সরকার গঠনের পরিবেশ সৃষ্টি হয়নি। স্বাভাবিক সময়ে কখনো জাতীয় সরকার গঠন হয় না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও এ দেশে জাতীয় সরকার গঠিত হয়নি। নির্বাচন কমিশনের অধীনে এ দেশের জাতীয় নির্বাচন হবে, কোনো জাতীয় সরকারের অধীনে নয়।

আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, হরতাল দিয়ে, আন্দোলন করে বিএনপি-জামায়াত জোট সরকারের পতন ঘটাতে চায়। দেশের ৫০ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগকে প্রত্যক্ষভাবে সমর্থন করেন। কাজেই, এই বৃহৎ জনগোষ্ঠীর সমর্থিত সরকারকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরানো যাবে না।

টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান দুপুর ১২টার দিকে মির্জাপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ–বিষয়ক সম্পাদক শামসুন নাহার, কেন্দ্রীয় কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ জোয়াহেরুল ইসলাম, সাংসদ তানভীর হাসান ও সাংসদ খান আহমেদ শুভ বক্তব্য দেন।

সাত বছরেরও বেশি সময় পর আজ মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো।