বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্তের সংখ্যা ৩৩১ জনে। এর মধ্যে গত চার দিনেই আক্রান্ত হয়েছেন ৬১ জন। শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ল্যাবে পরীক্ষার প্রতিবেদন থেকে এই তথ্য পাওযা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে বরিশালেই ১২ জন। এ ছাড়া পিরোজপুরে নয়জন, ভোলা ও পটুয়াখালীতে একজন করে রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, এপ্রিলের শেষ সপ্তাহ সংক্রমণ কিছুটা স্থিতিশীল থাকলেও এরপর থেকে ক্রমেই বাড়ছে। ১ থেকে ১৮ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ থেকে ১৩ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত বুধবার থেকে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়েছে।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল পটুয়াখালী ও বরগুনা জেলায় দুই করোনা রোগীর মৃত্যুর মধ্য দিয়ে বরিশাল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর থেকে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।