বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত আরও এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল আটটায় বরিশাল নগরের নিউ ভাটিখানা এলাকার ওই ব্যক্তি মারা যান। হাসপাতালের পরিচালক বাকির হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে বরিশাল বিভাগে নতুন করে ৯৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার দিক থেকে এটা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ১১ জুন ২৪ ঘণ্টায় বিভাগে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন এই ৯৫ জনকে নিয়ে বিভাগে মোট আক্রান্ত ১ হাজার ৩৯৩ জন।
গতকাল শুক্রবার সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা এক নারী (৩৫) করোনার উপসর্গ নিয়ে ও সন্ধ্যায় নগরের কাউনিয়া এলাকার ৬৫ বছর বয়সী কোভিড শনাক্ত অপর এক রোগী মারা যান। এরপর শুক্রবার ৪০ মিনিটের ব্যবধানে করোনার উপসর্গ নিয়ে মারা যান পটুয়াখালীর দুমকি উপজেলার ৬৫ ও ৫০ বছর বয়সী দুই রোগী। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ৫ রোগীর মৃত্যু হলো। এর মধ্যে দুজন কোভিড শনাক্ত রোগী।
হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে মারা যাওয়া নগরের নিউ ভাটিখানা এলাকার ওই ব্যক্তি গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। ভর্তির পর তাঁর নমুনা সংগ্রহ করার পর ফলাফলে করোনা পজিটিভ আসে। এরপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল আটটার দিকে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে বরিশালে করোনা পজিটিভ হয়ে মৃত্যুর সংখ্যা ৩২। এর মধ্যে বরিশালে ১২, পটুয়াখালীতে ১০, পিরোজপুর, ঝালকাঠিতে ৩ জন করে এবং বরগুনা, ভোলায় ২ জন করে মারা যান।
নতুন করে শনাক্ত হওয়া ৯৪ জনের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায়, ৫২ জন। এ নিয়ে জেলায় রোগীর সংখ্যা ৮১০। বরিশালের পর ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে পটুয়াখালীতে। এ জেলায় নতুন ৩০ জনসহ কোভিডে আক্রান্ত মোট ১৫৫ জন। এ ছাড়া পিরোজপুরে নতুন ৩ জনসহ ১০২ জন, বরগুনায় নতুন ৩ জনসহ ১০৩ জন, ঝালকাঠিতে নতুন ৩ জনসহ ৮১ জন এবং ভোলায় নতুন ৪ জনসহ মোট ৯০ জন আক্রান্ত।
২৪ ঘণ্টায় বরিশাল জেলায় আক্রান্ত ৫২ জনের ৪২ জনই বরিশাল নগরের বাসিন্দা। এর মধ্যে ১০ পুলিশ সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নার্সসহ ৩ জন রয়েছেন। বিভাগে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল জেলায়, ৮৬২ জন। তবে এর সিংহভাগই বরিশাল নগর এলাকার বাসিন্দা, যার সংখ্যা ৬৬৯।