বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পাঁচ মিনিটের ব্যবধানে তাঁরা মারা যান। তাঁদের একজন পুরুষ (৫৫), অন্যজন নারী (৫০)। প্রথমজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের কাফিলা গ্রামে। অপরজন পটুয়াখালীর কলাপাড়ার মাছুয়াকান্দি গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাছুয়াকান্দি গ্রামের ওই নারী আজ সকাল ১০টার দিকে করোনার উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি হন। বেলা ২টা ৫০ মিনিটে তিনি মারা যান। কাফিলকান্দি গ্রামের ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। বেলা পৌনে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য দুজনেরই নমুনা নেওয়া হয়েছে। এর আগে রোববার দুপুরে ও শুক্রবার গভীর রাতে করোনা ওয়ার্ডে আরও দুই রোগী উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে গত পাঁচ দিনে করোনা ওয়ার্ডে পাঁচ রোগীর মৃত্যু হলো। হাসপাতালটির পরিচালক মো. বাকির হোসেন এসব বিষয় নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৮ মার্চ থেকে সোমবার পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৩৩ জন মারা গেছেন। এর মধ্যে ২৭ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ বিভাগে করোনা শনাক্ত হওয়া রোগী মারা গেছেন আরও ৯ জন। তাঁদের মধ্যে তিনজন পটুয়াখালীর, দুজন করে বরগুনা ও ঝালকাঠির একজন করে বরিশাল ও পিরোজপুরের।
আজ মঙ্গলবার ও বিভাগে নতুন করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালের ১১ জন। এ ছাড়া পিরোজপুর ও ঝালকাঠিতে দুজন করে ও ভোলায় একজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে এ বিভাগের ছয় জেলায় ৩৮৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে গত এক সপ্তাহেই শনাক্ত হয়েছে ১৩৭ জনের; যা মোট শনাক্তের ৩৫ দশমিক ৬৭ ভাগ।