আলফাডাঙ্গায় চাল আত্মসাৎ

বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাল আত্মসাতের অভিযোগে বরখাস্ত গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইনামুল হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে ইউনিয়নের কামারবাড়ি ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইনামুল হাসান কামারগ্রামের বাসিন্দা। তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি। গত ২০ মে চাল আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার বিভাগের একটি আদেশে তাঁকেসহ একই ইউপির ছয় সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করীম ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইনামুল হাসানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানাননি ওসি।

ওসি জানান, আগামীকাল বৃহস্পতিবার ইনামুলকে ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে উপস্থাপন করা হবে।