করোনা পরিস্থিতি কাটিয়ে কোনো রকমে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। এরই মধ্যে আকস্মিক বন্যায় ব্যবসায়ীরা মারাত্মক রকমের ক্ষতির মুখোমুখি হয়েছেন। তবে বন্যা পরিস্থিতিতেও সিলেটের বাজার স্থিতিশীল আছে। বাজারে পর্যাপ্ত পণ্যসামগ্রী মজুত আছে। তাই দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই।
বুধবার বিকেল চারটায় দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিলেট নগরের বন্যাকবলিত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন।
চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বে ব্যবসায়ীরা বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বৃহৎ পাইকারি বাজার কালীঘাট, লালদীঘির পাড় ও কাজির বাজার এলাকা পরিদর্শন করেন। তাঁরা ছোট-বড় পাইকারি ও খুচরা দোকান ঘুরে দেখেন এবং বন্যায় ক্ষয়ক্ষতির ব্যাপারে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় চেম্বারের সহসভাপতি মো. আতিক হোসেন, পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ, কাজী মো. মোস্তাফিজুর রহমান, চেম্বারের সহকারী সচিব সানু উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। সুরমার পানি উপচে সিলেট নগরের অনেক এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। যেভাবে পানি বাড়ছে, এটা অব্যাহত থাকলে আগামী কয়েক দিন পুরো নগরের সব এলাকা পানির নিচে তলিয়ে যাবে। তবে এ অবস্থায়ও বাজার স্থিতিশীল রাখতে চেম্বার নেতারা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছেন।