বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সীমান্ত কর্মকার (১৭) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীমান্ত কর্মকার নগরের সরকারি আলেকান্দা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সে নগরের শের-ই-বাংলা সড়কের বাসিন্দা অরুণ কর্মকারের ছেলে।
স্বজনেরা জানান, বৃহস্পতিবার বেলা একটার দিকে সীমান্ত কর্মকার বন্ধুদের নিয়ে ব্রজমোহন কলেজের ছাত্র সংসদ (বাকসু) ভবনসংলগ্ন পুকুরে গোসল করতে যায়। এ সময় বন্ধুরা মিলে পুকুরে সাঁতার প্রতিযোগিতা করছিল। সাঁতরে পুকুরের এক পাড় থেকে আরেক পাড়ে যাওয়ার সময় সীমান্ত ডুবে নিখোঁজ হয়। এরপর বন্ধুরা এবং সেখানে উপস্থিত অন্য শিক্ষার্থীরা পুকুরে খোঁজ করেও তাকে উদ্ধার করতে পারেনি।
পরে তার ডুবে যাওয়ার বিষয়টি কলেজের শিক্ষার্থীরা ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সীমান্তকে পুকুর থেকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিমুল করিম কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।