বন্ধুকে হত্যার দায়ে সুপ্লব চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. সরোয়ার আলম এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২১ অক্টোবরে সীতাকুণ্ডের উত্তর মাইজদিয়ার সেনবাড়ি এলাকায় রিটু আইচ (২৮) নামের এক তরুণকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ভাই টিটু আইচ বাদী হয়ে মামলা করেন।
পরে এ ঘটনায় রিটুর বন্ধু সুপ্লব চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
সরকারি কৌঁসুলি অজয় বোস প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।