নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে জাহিন গার্মেন্টস নামের রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মদনপুর এলাকার স্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে আগুনে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিকেল সাড়ে চারটার দিকে জাহিন পোশাক কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানা বন্ধ থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে সোনারগাঁ, বন্দর, নারায়ণগঞ্জসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক বশির আহম্মেদ প্রথম আলোকে বলেন, ওই কারখানায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। শুক্রবার কারখানা বন্ধ ছিল। শুধু নিটিং সেকশন ২০ জন ও ডাইং সেকশনে ৪০–৪৫ জন শ্রমিক কর্মরত ছিলেন। বিকেলে দোতলায় ফিনিসিং ও কাটিং ভবন থেকে আগুনের সূত্রপাত। আগুন দ্রুত পাশের ভবনে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেন।