বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে হরিণঘাটা পর্যটনকেন্দ্র-সংলগ্ন লালদিয়ার চর এলাকায় জেলেদের জালে লাশটি উঠে আসে। সূর্য ঘোষ (১৩) নামের ওই স্কুলছাত্র গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নিখোঁজ হয়।
সূর্য ঘোষ বরগুনা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পীযূষ ঘোষের ছেলে। সে সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। গতকাল বৃহস্পতিবার স্কুল থেকে অন্য সহপাঠীদের সঙ্গে হরিণঘাটা পর্যটনকেন্দ্রে বনভোজনে এসেছিল সে।
হরিণঘাটা পর্যটনকেন্দ্রের ট্রলারচালক আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, বাবুল নামের এক জেলের জালে লাশটি উঠে আসে। লাশটি হরিণঘাটা পর্যটনকেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে স্কুলছাত্রের এক আত্মীয় এসে লাশটি শনাক্ত করেছেন।
সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে জানান, বরগুনা থেকে লঞ্চে করে তাঁর কলেজের শিক্ষার্থীরা পাথরঘাটার হরিণঘাটা পর্যটনকেন্দ্রে আসে। কেন্দ্রের লালদিয়ার চর এলাকায় রান্নাবান্নার কাজ চলে। শিক্ষার্থীরা দল বেঁধে কেন্দ্রের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। অন্যদিকে সূর্য ঘোষসহ কয়েক ছাত্র ফুটবল খেলে। খেলার পর তারা নদীতে গোসল করতে নামে। তীরে উঠে আসার পর সূর্য ঘোষ নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারে তারা। গোসল করতে গিয়ে কখন সে স্রোতের মধ্যে হারিয়েছে, তা সবার অজানা।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।