বগুড়া শহরের খান্দার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে শহরের সাতমাথা-ফুলতলা সড়কের খান্দার এলাকায় পুরোনো সোনালী ব্যাংক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোহন বগুড়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি শহরের ফুলতলা এলাকার শুকুর আলীর ছেলে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে খান্দার থেকে ফুলতলা ফিরছিলেন মোহন। পুরোনো সোনালী ব্যাংক ভবনের সামনে দুর্বৃত্তরা পথ রোধ করে মোহনের ওপর হামলা করে। এ সময় মোহনের দুই বন্ধু পালিয়ে যান। দুর্বৃত্তরা মোহনকে ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মোহন মারা যান।
বগুড়া শহরের শহীদ স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্বশত্রুতার জেরে কলেজছাত্র মোহন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। মোহন কোনো অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।