বগুড়ায় গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি দুটি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেরেটরিতে নমুনা পরীক্ষায় আরও ১২৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়ায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ হাজার ৪০২ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২৮ জনের শরীরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল রাতে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন মেডিকেল অফিসার ফারজানুল ইসলাম।
সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৯৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। অন্যদিকে টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবেরেটরিতে বগুড়ার ৬৮টি নমুনার মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৬৪ জন শনাক্ত হয়েছেন ১৮ থেকে ৪০ বছর বয়সী।