বগুড়ায় আইসোলেশন ওয়ার্ডে রোগীর মৃত্যু

জ্বর, শ্বাসকষ্ট, পাতলা পায়খানা উপসর্গ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক রোগী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় তিনি আইসোলেশন ওয়ার্ডে মারা যান।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওই ব্যক্তির (৫০) বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

শফিক আমিন বলেন, জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা নিয়ে ওই ব‍্যক্তি গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তিনি ১০ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন। তাঁর পরিবারের কেউ ঢাকাফেরত ছিলেন না। তবে অটোরিকশাচালক হওয়ার কারণে করোনাভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে এসে থাকতে পারেন তিনি।

শফিক আমিন জানান, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।