বগুড়ার শেরপুরে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় আঁখিমণি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল হামিদ (৫০)। তিনি উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের হামছায়াপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আবদুল হামিদ ঘটনার সময় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বগুড়াগামী অজ্ঞাতনামা একটি বাস আবদুল হামিদকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আবদুল হামিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোজিবুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিবারের আবেদনের ভিত্তিতে গতকাল রাতেই লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা ওই বাসের এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।