বগুড়ায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে প্রাথমিক তদন্ত শেষে দাবি করছে পুলিশ। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক প্রথম আলোকে বিষয়টি জানিয়েছেন। গতকাল শুক্রবার শহরের কলোনি বটতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ওই শিক্ষার্থীর নাম জামিউ বনি (২২)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া জামিউ বনি সাইক্লিং ক্লাব, বিডি ক্লিনসহ একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বলেন, গতকাল সন্ধ্যায় জামিউ বনি তাঁর এক বান্ধবীকে নিয়ে শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে আয়োজিত মাসব্যাপী তাঁতবস্ত্র কুটির শিল্প পণ্য মেলায় ঘুরতে যান। এ সময় সেখানে কয়েকজন বখাটে যুবক জামিউ বনির বান্ধবীকে উত্ত্যক্ত করলে তিনি এর প্রতিবাদ করেন।
পরে জামিউ বান্ধবীকে নিয়ে মেলার বাইরে কলোনি এলাকায় একটি রেস্তোরাঁয় খেতে যান। রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর ওই যুবকেরা জামিউ বনির ওপর হামলা চালায়। এ সময় মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির ঘণ্টাখানেক পর রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শহরের কলোনী এলাকায় কয়েকজন যুবকের সঙ্গে জামিউ বনির বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকেরা ধারালো অস্ত্র দিয়ে জামিউকে কুপিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় গতকাল রাতেই জামিউ বনির বাবা আনিছুর রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় দুই আসামির নাম উল্লেখ করে ও তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।