ইউপি নির্বাচন

ফেনীতে ৬ বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ

ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। আজ শনিবার সকালে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে তাঁদের বহিষ্কার করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৯ নভেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সুপারিশের পরিপ্রেক্ষিতে ওই নেতাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বক্স মাহমুদ ইউপির বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন চৌধুরী, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মির্জানগর ইউপির বিদ্রোহী প্রার্থী আলী আকবর ভূঞা, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আমজাদ হাট ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থী আবুল হাসেম, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ও ঘোপাল ইউপির বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন ভূঞা, মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী গরীব শাহ হোসেন চৌধুরী এবং রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন।

ফুলগাজী উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে গত বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলায় ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ভোট গ্রহণ করা হবে।